আগামী ৩১/১২/২০২১ রোজ শুক্রবার বিকাল ৩ঃ৩০টায় দুস্থদের মাঝে কম্বল বিতরনের সময় নির্ধারণ করা হয়েছে, স্থানঃ ৩৯৭ নিউ ইস্কাটন রোড ঢাকা। কম্বল বিতরণের পর ক্লাবের নিয়মিত সভা এখানে অনুষ্ঠিত হবে। সকল কে যথারীতি উপস্থিত থাকার জন্য অনুরোধ করছি। কম্বল বিতরণের জন্য টোকেন পূর্বেই দেয়া হবে, কারো যদি Requirement থাকে তবে ২৬/১২/২১ তারিখের মধ্যে জানালে টোকন সংরক্ষণ করা হবে।
ক্লাব প্রেসিডেন্ট।