Rotary International District-3281, Bangladesh.
Organizing Day: 14 May 2017, Chartered Day:20 June 2017.
Club ID NO. 88654.

Year Launching Program

Published At : 30 Jun, 2022


রোটারি ক্লাব অব ঢাকা এলিট এর প্রেসিডেন্ট (২০২২-২৩) এর দায়িত্বভার হস্তান্তর অনুষ্ঠান গত ৩০ জুন ২০২২ বেইলি রোডের অফিসার্স ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হয়। বিদায় প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আলী আহাদ খান এর নিকট থেকে রোটারিয়ান মোহাম্মদ আবু সুফিয়ান ২০২২-২০২৩ এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্মানিত সচিব , অফিসার্স ক্নাব ঢাকার সাধারণ সম্পাদক এবং রোটারি ক্লাবের প্রেসিডেন্ট নোমিনি (২০২৪-২০২৫) রোটারিয়ান জনাব মেজবাহ উদ্দীন, বিদায়ী প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আলী আহাদ খান ( অতিরিক্ত সচিব, বানিজ্য মন্ত্রনালয়), পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মিজানুর রহমান ( অবসরপ্রাপ্ত উপ মহাপরিচালক আনসার ভিডিপি), পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান সাইফুদ্দিন খালেদ ( অবসরপ্রাপ্ত উপ মহাপরিচালক, আনসার ভিডিপি), প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান ফিরোজ খান ( অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক, আনসার ভিডিপি), পাস্ট প্রেসিডেন্ট ও লেফটেন্যান্ট গভর্নর রোটারিয়ান চৌধুরী হামিদ আল মাহবুব ( যুগ্মসচিব), রোটারিয়ান প্রফেসর ডাক্তার মোহাম্মদ সদরুল আলম ( ঢাকা মেডিকেল কলেজ), রোটারিয়ান একিউএম নাসিরুদ্দিন ( বিজ্ঞ জেলা জজ, জাতীয় সংসদ সচিবালয়), রোটারিয়ান ড. ফোরকান আহমদ (অবসরপ্রাপ্ত উপ মহাপরিচালক, আনসার ভিডিপি), রোটারিয়ান কর্নেল (অবসরপ্রাপ্ত) ওয়ায়েস হুদা, রোটারিয়ান সিনহা আবু খালেদ, রোটারিয়ান হামিদুল হক খান, রোটারিয়ান মোঃ শাহ আলম ( যুগ্ম সচিব), রোটারিয়ান মাহমুদুল হাসান ( উপসচিব), রোটারিয়ান পল্লব কার্দার, রোটারিয়ান মইনুল ইসলাম ( ইভিপি, ইস্টার্ন ব্যাংক লিঃ) ।উক্ত অনুষ্ঠানে রোটারিয়ান জনাব মেজবাহ উদ্দীন ১০০০ ডলার সমপরিমাণ ১০০০০০ টাকা প্রদান করে পিএইচএফ (Paul Harris Fellowship) হওয়ার ঘোষণা দেন এবং সদ্য যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া রোটারিয়ান চৌধুরী হামিদ আল মাহবুব এবং রোটারিয়ান মোঃ শাহ আলম কে সংবর্ধনা প্রদান করা হয়। ক্নাবের নতুন সদস্য হিসেবে শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব মাহাবুব রহমান ও ইস্টার্ন ব্যাংক লিঃ এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জনাব মইনুল ইসলাম কে ক্লাবের নতুন রোটারিয়ান সদস্য হিসেবে অনুমোদন দেয়া হয়।
45
People reached
11
Engagements
Boost unavailable
1
2 Shares
Like
Comment
Share